• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুর কেরামতিয়া মসজিদের আদ্যোপান্ত

১৩ মার্চ ২০২৪ বিকাল ০৪:৩১:৫৪

রংপুর কেরামতিয়া মসজিদের আদ্যোপান্ত

রংপুর ব্যুরো: ভারতের জৈনপুর থেকে ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে দ্বীন ইসলাম প্রচারের জন্য রংপুরে আগমন করেছিলেন নবী করিম হজরত মুহাম্মদ (সাঃ) এর বংশের ৩৭তম পুরুষ বিখ্যাত সুফি ও দরবেশ মাওলানা কারামত আলী জৈনপুরী (রহ.)। তার নামানুসারেই প্রতিষ্ঠিত এ মসজিদের নাম রাখা হয় কেরামতিয়া মসজিদ।

রংপুর ও আশপাশে অনেক স্থানে গড়ে ওঠেছে অসংখ্য মসজিদ, স্কুল, কলেজ, মাদরাসা, খানকা ও সেবাকেন্দ্র। এর মধ্যে উল্লেখযোগ্য কেরামতিয়া মসজিদ ও মাজার। মসজিদের ভেতরে তার মাজার শরীফ জিয়ারত ও মানত করে দেশ-বিদেশ থেকে প্রতিদিন দর্শনাথীরা আসেন নিজেদের মনের বাসনা নিয়ে।

বঙ্গীয় রীতির মিশেলে নির্মিত হয় কেরামতিয়া মসজিদ। সমতলভূমি থেকে প্রায় ১৮ ফুট উচ্চতায় রয়েছে তিনটি গোলাকার গম্বুজ। আটকোনা ড্রামের আকৃতির ওপর ভর করে নির্মিত হয়েছে এসব। কেরামতিয়া মসজিদ আয়তাকারে ৪২ ফুট লম্বা, ১৩ ফুট প্রস্ত। এর পূর্ব ও পশ্চিম দেওয়ালের প্রশস্ততা ৩ ফুট ৩ ইঞ্চি। উত্তর ও দক্ষিণ দেওয়ালের প্রশস্ততা ২ ফুট ১০ ইঞ্চি। ৯৬ শতক জমির উপর পুননির্মাণ মসজিদ ও মাজার শরীফটি রয়েছে।

রংপুরে ভারতের জৈনপুর থেকে বাংলাদেশে এসে দ্বীন ইসলাম প্রচারসহ নানা অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত জামানার শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এর বংশের ৩৭তম পুরুষ সুফি ও দরবেশ মাওলানা কারামত আলী (রহ.)। যিনি নিজের আলৌকিক ক্ষমতার গুণে কারামত আলী থেকে কেরামত আলী উপাধি পান তৎকালীন রংপুরের মানুষের কাছ থেকে।

১২ জুন ১৮০০ খ্রিস্টাব্দে (১৮ মহরম, ১২১৫ হিজরি) ভারতের জৈনপুরে জন্ম গ্রহণকারী এ মহান সাধক ৩০ মে ১৮৭৩ সালে পরলোক গমন করেন। ইন্তেকালের পর এ মসজিদের সামনে তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে মসজিদের সম্প্রসারণ করা হলে মাওলানা কারামত আলী জৈনপুরী (রহ.) এর মাজারটিও মসজিদের মূল অবকাঠামোর ভেতরে চলে আসে। বর্তমানে মসজিদের পূর্ব দিকে বারান্দার একটু আগ দিয়ে একটি দেওয়াল ঘেরা কক্ষের ভেতরে তার ও তার সহধর্মিণীর কবর রয়েছে।

রমজান হিজরি চান্দ্রবর্ষের নবম মাস। রমজান সিয়াম সাধনার মাস। রমজান তাকওয়ার মাস। রমজান কোরআন নাজিলের মাস। তাই এ মাসে ফজিলত অনেক বেশি, দূরদূরান্তর থেকে অনেক মুসল্লি আসে এখানে নামাজ আদায় করতে। শুধু পুরুষ নয় নারীরাও আসেন নামাজ আদায়ের জন্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫