সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ও মোড়ক বিহীন পণ্য বিক্রয়, ফ্রিজে পঁচা খাবার সংরক্ষণের দায়ে তিন দোকানীকে জরিমানা করা হয়েছে।
১৩ মার্চ বুধবার সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলার শুকলাল বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মনিটরিংয়ের অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মোড়ক বিহীন পণ্য বিক্রয়, ফ্রিজে পঁচা খাবার সংরক্ষণের দায়ে হারুন স্টোরকে ৫ হাজার টাকা, মহসিন স্টোরকে ১০ হাজার টাকা ও সালাউদ্দিন স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যবৃন্দ, সাংবাদিক ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available