• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৮:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৮:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ক্ষেতলালে অনুমতি ছাড়াই কলেজের গাছ কাটার অভিযোগ

১৪ মার্চ ২০২৪ দুপুর ০১:৩২:৩৫

ক্ষেতলালে অনুমতি ছাড়াই কলেজের গাছ কাটার অভিযোগ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই ইটাখোলা টেকনিক্যাল ইন্সটিটিউট অ্যান্ড বি.এম কলেজ প্রাঙ্গণের ৩টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই কলেজের অধ্যক্ষ জি.এম কিবরিয়ার বিরুদ্ধে। তবে ওই অধ্যক্ষ জানান, তিনি নিজেই গাছগুলো লাগিয়েছিলেন এবং কলেজের উন্নয়ন কাজের জন্য সেগুলো কেটেছেন। এজন্য কাউকে বলার প্রয়োজন মনে করেননি।

১২ মার্চ মঙ্গলবার ওই কলেজ অধ্যক্ষের নির্দেশে কোনো রকম সরকারি নীতিমালা না মেনে অবৈধভাবে কলেজ চত্বরের মূল্যবান ৩টি মেহেগুনি গাছ কেটে ফেলা হয়।

বুধবার দুপুরে সরেজমিনে ওই কলেজে গিয়ে দেখা গেছে, কলেজের সকল কার্যক্রম বন্ধ ছিলো। অফিসে তালা ঝুলানো, এজন্য কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। কলেজ প্রাঙ্গণের পশ্চিম পাশে গিয়ে দেখা গেছে, মাঠের শেষ প্রান্তে দুইটি এবং কলেজ গেইটে সংলগ্ন একটি, মোট তিনটি মেহেগুনি গাছ কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ জি.এস কিবরিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে গাছগুলো কলেজের স্বীকার করে বলেন, আমি নিজেই গাছগুলো লাগিয়েছিলাম। কলেজের উন্নয়ন কাজের জন্য সেগুলো কাটা হয়েছে। যেহেতু কলেজের কাজে কাটা হয়েছে, এজন্য কাউকে বলিনি। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন আপনি কি অনুমতি না নিয়ে এভাবে নিজের মতো করে প্রতিষ্ঠানের গাছগুলো কাটতে পারেন? এমন প্রশ্নে তিনি বলেন, না, অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। তবে আমি নিজের মনে করে কেটেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতি. দা.) জেলা শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মন্ডল বলেন, এভাবে গাছ কাটার কোন নিয়ম নেই। তারা গাছ কাটতে চাইলে বন বিভাগের অনুমতি পত্র নিয়ে কাটতে হবে।

উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, আমাদের কাছে ওই কলেজের গাছ কাটার বিষয়ে কোন আবেদন করা হয়নি। আমরা বিষয়টি সম্পর্কে অবগত নয়।

ওই কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিন্নাতুল আরা বলেন, প্রতিষ্ঠানের গাছ কাটতে অবশ্যই অনুমতির প্রয়োজন। রেজুলেশন করে গাছ কাটতে হয়। তবে আমাকে গাছ কাটার বিষয়ে কেউ অবগত করেনি। তাছাড়া আমি বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। আমি দায়িত্বে থাকাকালীন এ বিষয়ে জানি না। তবে ইউএনও স্যার যেহেতু ছুটিতে তার সাথে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা আমি বলতে পারবো না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫