• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫০:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫০:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বেতন বাড়ায় ছাঁটাইয়ের অভিযোগ শ্রমিকদের, প্রতিবাদে সড়ক অবরোধ

১৪ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৫৬

বেতন বাড়ায় ছাঁটাইয়ের অভিযোগ শ্রমিকদের, প্রতিবাদে সড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় আরকে গ্রুপ নামক প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। 

১৪ মার্চ বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে তাদের ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির সামনের মূল সড়কে নেমে আসে তারা। সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পাওনা পরিশোধ না করে ঈদের আগে হঠাৎ করে ছাঁটাইয়ের কারণে শ্রমিকরা আন্দোলন করে। 

একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, নতুন বেতন কাঠামোতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ বেতনে কোনো শ্রমিক দিয়ে কাজ করাতে রাজি নয়। তাই তারা চুক্তিভিত্তিক শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে। সেজন্য আমাদের বেতনের শ্রমিকদের ছাঁটাই করছে। সামনে ঈদ। আমাদের যদি বেতন বোনাস না দিয়ে ছাঁটাই করে তাহলে আমাদের পরিবার পরিজন নিয়ে কী করবো?

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এসময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের অবরোধ তুলে নিতে তাদেরকে অনুরোধ করেন। পরে শিল্প পুলিশ মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এবিষয়ে আরকে গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক রাজিব আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।  

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার (এডিঃ ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মো. আসাদুজ্জামান জানান, আরকে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিলো। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে। তারা রাস্তা অবরোধ করেছিলো। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫