• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪২:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪২:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমারখালীতে মাছ চাষী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

১৪ মার্চ ২০২৪ রাত ০৮:৩৯:৫৬

কুমারখালীতে মাছ চাষী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মাছ চাষিকে কুপিয়ে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে ১৬ জন আসামি ও ৪/৫ জনকে অজ্ঞাত করে কুমারখালী থানায় মামলা করেছেন নিহতের বড় ভাই জহুরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে মাছ চাষী আমিরুল ইসলাম নান্নু (৫০) তার ইজারাকৃত জলাশায় দেখতে যাবার সময় উত্তর চাঁদপুর বটগাছের কাছ থেকে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে আমিরুলের বাড়ি থেকে ৩শ’ মিটার দূরে একটি কলা বাগানে তার ক্ষত মরদেহ পাওয়া যায়।

এই ঘটনায় নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার রাতেই হত্যার সাথে জড়িতদের তিনটি বাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ওই রাতেই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে জয়বাংলা বাজার থেকে এবং সেইসাথে আরো ৬ জনকে কুষ্টিয়া ডিবি পুলিশ আটক করেন জিজ্ঞাসাবাদের জন্য। বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান মিজান ও মনোহর নামের দুজনকে গ্রেফতার দেখিয়ে মোট ১৬ জনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে হত্যা মামলা হয়।

এদিকে ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা পরিদর্শন করেছেন। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, নান্নু হত্যা মামলায় যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও মনোহর নামের দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মোট ১৬ জন আসামিসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে হত্যা মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০