রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে মোহাম্মদ গণি (৩০) নামে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালক নুরুল আজিমসহ (২৫) আরও ৮ জন গুরুতর আহত হয়েছে।
নিহত গণি উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা।
২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিনালা বিকেএসপির পার্শ্ববর্তী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বিকেএসপির পার্শ্ববর্তী এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস মারছার সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে পথচারীরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গণিকে মৃত ঘোষণা করেন।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছে। নিহত যুবকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনায়কবলিত বাস ও ইজিবাইক আটক করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available