আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় যানবাহন তল্লাশি করছিলেন অজয় দেবনাথ (৩৫) নামে এক ব্যক্তি। এ সময় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিচ্ছিলেন তিনি। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দেন অজয়। পরে তাঁকে আটক করে প্রতারণার মামলা দেয় পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া পৌর শহরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে অজয়কে আটক করা হয়। অজয় দেবনাথ ওরফে সঞ্জয় দেবনাথ গাইবান্ধা সদর থানার বাদিয়াখালী গ্রামের সুকুমার দেবনাথের ছেলে।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, অজয় দেবনাথ গতকাল রাতে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (মাদক ও তামাক নিয়ন্ত্রণ সেল) পরিচয় দিয়ে বাসস্ট্যান্ডে থেমে থাকা যানবাহন ও বিভিন্ন ফলের দোকান তল্লাশি করছিলেন। তাঁর সঙ্গে পুলিশ না থাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে। তখন অজয় দেবনাথ তাঁর ভিজিটিং কার্ড বের করে দেন। কার্ড দেখে পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক বলে দাবি করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য যানবাহন তল্লাশি করছিলেন বলে পুলিশকে জানান অজয়। অজয়ের নামে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেক আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আজ সোমবার আদালতে পাঠানো হবে তাঁকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available