• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ম্যাজিস্ট্রেট পরিচয়ে গাড়ি তল্লাশি করতে গিয়ে পুলিশের হাতে ধরা

২৭ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:৩৪:১৪

ম্যাজিস্ট্রেট পরিচয়ে গাড়ি তল্লাশি করতে গিয়ে পুলিশের হাতে ধরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় যানবাহন তল্লাশি করছিলেন অজয় দেবনাথ (৩৫) নামে এক ব্যক্তি। এ সময় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিচ্ছিলেন তিনি। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দেন অজয়। পরে তাঁকে আটক করে প্রতারণার মামলা দেয় পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া পৌর শহরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে অজয়কে আটক করা হয়। অজয় দেবনাথ ওরফে সঞ্জয় দেবনাথ গাইবান্ধা সদর থানার বাদিয়াখালী গ্রামের সুকুমার দেবনাথের ছেলে।

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, অজয় দেবনাথ গতকাল রাতে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (মাদক ও তামাক নিয়ন্ত্রণ সেল) পরিচয় দিয়ে বাসস্ট্যান্ডে থেমে থাকা যানবাহন ও বিভিন্ন ফলের দোকান তল্লাশি করছিলেন। তাঁর সঙ্গে পুলিশ না থাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে। তখন অজয় দেবনাথ তাঁর ভিজিটিং কার্ড বের করে দেন। কার্ড দেখে পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক বলে দাবি করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য যানবাহন তল্লাশি করছিলেন বলে পুলিশকে জানান অজয়। অজয়ের নামে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেক আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আজ সোমবার আদালতে পাঠানো হবে তাঁকে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০