নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
১৫ মার্চ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ক্যাবের সভাপতি রানা আহম্মেদ, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, শহীদ নজমুল হক সরকারি কলেজের প্রভাষক নাজমুল সাদাতসহ প্রমুখ।
আলোচনা সভায় ভোক্তা পর্যায়ে সঠিক দাম ও মান নিশ্চিতকরন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও নিজ নিজ অবস্থান থেকে অসাধু ব্যবসায়ীদের প্রতি প্রতিবাদ গড়ে তুলে ভোক্তা পর্যায়ে সঠিক দাম ও মান ঠিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available