সিলেট প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্য নিয়ে ১৫ মার্চ শুক্রবার সকালে আলমপুরস্থ বিভাগীয় সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী পবিত্র রমজান মাসে সিলেটের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মনিটরিং জোরদার করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ব্যবসায়ী ও ভোক্তা পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং তারা একে অপরের পরিপূরক। উভয়ের সম্মিলিত ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম গতিশীলতা লাভ করে এবং স্থিতিশীল বাজার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে পণ্যের সরবরাহ চেইন নিরবচ্ছিন্ন রাখার ওপরে তিনি জোর দেন এবং এক সাথে সকল পণ্য না কিনে ধাপে ধাপে পণ্য ক্রয়ের জন্য ভোক্তাদের প্রতি অনুরোধ করেন। পবিত্র রমজান মাসে কোনো ব্যবসায়ী যেন অধিক মুনাফার লোভে অবৈধভাবে পণ্য মজুদ করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখার ক্ষেত্রে পণ্যের সরবরাহ চেইন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পণ্যের সরবরাহ চেইন নিশ্চিত করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট রেঞ্জ পুলিশের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী এবং ক্যাব সিলেটের সভাপতি জামিল চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা হুমায়ুন কবির, সিলেটের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ নরফরাজ হোসেন, কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক আলিমুল এহসান চৌধুরী, শান্ত দেব, ব্যবসায়ী নেতা ময়নুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন, আতিকুর রহমান, খালেদ আহমদ, ফুলকলির ডিজিএম জসিম উদ্দিন, ইমরানুল হক, আতিকুর রহমান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available