• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় প্রহরী নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

২৭ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:০৩:৫৪

নওগাঁয় প্রহরী নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দপ্তরী কাম প্রহরীকে নির্যাতন ও অমানবিক কাজকর্ম করাতে বাধ্য করার অভিাযোগ উঠেছে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ২টা র্পযন্ত প্রাথমিক বিদ্যালয় কর্মচারি কল্যাণ পরিষদ সদর উপজেলা শাখার ব্যানারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেন দপ্তরী কাম প্রহরীরা।

অভিযুক্ত প্রধান শিক্ষক মাসুদ করিম সদর উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নির্যাতনের শিকার রাজু ওই বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী।

অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সহ-সভাপতি আরিফ হাসান, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, নির্যাতনের শিকার রাজুসহ অন্যান্যরা।

এসময় নির্যাতনের শিকার রাজু বলেন, ২০১৩ সালে দপ্তরী কাম প্রহরীর চাকুরিতে যোগ দেয়। বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ থেকে শুরু করে টয়লেট পরিষ্কার করান। এমনকি বিদ্যালয়ে ভাত খাওয়ার পর তার থালাও ধুয়ে দিতে হয়। বছরে সাতদিন ছুটি থাকলেও তিনি ছুটি দেন না। কিছু বললে বেতন আটকে দেওয়ার হুমকি দেন। আমাকে নির্যাতন করা হয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।

সংগঠনের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর বলেন, নিয়োগের পর থেকে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, টয়লেট পরিষ্কার, দাপ্তরিক কাজসহ মানবিক ও নজিরবিহীনভাবে আমাদের দিনে দাপ্তরিক কাজ ও রাতে প্রহরীর দায়িত্ব পালন করতে হচ্ছে। বিদ্যালয়ে চুরি হলে আমাদের জরিমানা দিতে হয়। আসলে আমাদের সঠিক কাজ কি আমরা জানি না। তাই প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠ সমাধানের দাবি জানান বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫