ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ এএসপি হলেন রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহা. রেজাউল হক। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি, বিট পুলিশিং জোরদার করণসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করায় জেলা পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠকের কাছ থেকে তিনি পুরস্কার পেয়েছেন।
এ উপলক্ষে বিশেষ সম্মাননা স্মারক হিসেবে তিনি ক্রেস্ট উপহার পেয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের সামগ্রিক মূল্যয়নে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন।
গত ১২ মার্চ মঙ্গলবার জেলা শহরের পুলিশ সুপার কার্যালয়ে এ সন্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ সন্মানা ক্রেস্ট তুলে দেন।
সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী সার্কেলে যোগাদান করেন। যোগদানের পর থেকে তিনি রানীশংকৈল এবং বালিয়াডাঙ্গী থানা এলাকায় চুরি প্রতিরোধ, মাদক উদ্ধার, সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পুলিশি সেবাকে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগীসহ বিভিন্ন দিক নিদর্শনামুলক প্রচারণা অব্যহত রেখেছেন।
এএসপি রেজাউল হক বলেন, প্রায় ৬ মাস হলো এ সার্কেলে যোগদান করেছি। যোগদানের পর এ সার্কেলের অধীন রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানা এলাকায় হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসল রহস্য উদঘাটনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করতে পেরেছি এবং বিভিন্ন রকমভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আগামীতেও এ সেবা অব্যহত রাখার সব্বোর্চ্চ চেষ্টা করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available