মেহেরপুর প্রতিনিধি: নানা আয়োজনে গাংনীতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন।
আজ ১৭ মার্চ রোববার সকাল সাড়ে ৯টায় মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের দিবসের কর্মসূচি শুরু হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
সভায় কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদের মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাইদুর ইসলাম, গীতা পাঠ করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা সহকারী ভূমি কমিশনার নাদির হোসেন শামীম, গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম, কথা সাহিত্যিক ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের সাবেক রফিকুর রশিদ রিজভী প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available