উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ । ডাকাত দলে থাকা অন্যান্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
১৫ মার্চ শুক্রবার গভীর রাতে সদর ইউনিয়নের গজারিয়া পিভিসি ইট ভাটার পাশ থেকে তাদের গ্রেফতার করা হয় । এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
শনিবার ১৬ মার্চ বেলা আড়াইটায় এক প্রেস বিফ্রিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার বিভিন্ন সড়কে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো । গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে ।
তিনি আরও জানান, শুক্রবার রাত ৩টা সময় সদর ইউনিয়নের গজারিয়া পিভিসি ইট ভাটার পাশে ১০/১২ জন ডাকাত রাস্তায় যানবাহন ঠেকাইয়া ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে গোপন সুত্রে খবর পেয়ে ওই এলাকা ঘেরাও করি এবং ৫ জন ডাকাত দলের সদস্যকে আটক করি। এছাড়া ডাকাত দলের বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করে বাকি ডাকাতদের তথ্য নেওয়া হয়েছে । তাদের গ্রেফতার চেষ্টা চলছে ।
গ্রেফতারা হলো- উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা ভাগলগাছি গ্রামের মো. মাজেদ আকন্দর ছেলে মো. সুজন মিয়া ওরফে সোহেল (৩১), গয়হাট্রা পারকুল গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. আবু বক্কার সিদ্দিক (২০), মো. শুকুর আলীর ছেলে মো. মনিরুজ্জামান (২৫), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসারা গ্রামের মো. সোবাহান মন্ডলের ছেলে মো. জুবায়ের হোসেন পারভেজ (৩০) ও সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পশ্চিমপাড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. হাসিরুল ইসলাম হাসু (২৯)।
ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অধিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available