• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩১:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩১:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ছাত্রদল নেতা অর্নব হত্যা মামলার আরও ৫ আসামি গ্রেফতার

১৭ মার্চ ২০২৪ রাত ০৮:০৬:৩৭

ছাত্রদল নেতা অর্নব হত্যা মামলার আরও ৫ আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শহরতলী শাসনগাছা এলাকায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব (২৭) হত্যাকাণ্ডের আরও ৫ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সিপিসি ২।

গ্রেফতাররা হলো, কুমিল্লা কোতয়ালি থানার শাসনগাছা এলাকার মনু মিয়ার ছেলে মো. হালিম (৫৫), একই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. সজল (৩০), কালু মিয়ার ছেলে মো. ওমর ফারুক (২৪), রাজ্জাক মিস্ত্রির ছেলে মো. বাচ্চু মিয়া (৩৫) ও চান্দিনার বেলাশ্বর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. ইব্রাহীম (২৫)।

১৭ মার্চ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান।

তিনি জানান, শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া দফাদার বাড়ি ও মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৫ মার্চ শুক্রবার মধ্যমপাড়ার আবুল কাশেমের দলের সঙ্গে মোল্লা বাড়ির ফজলে রাব্বি ও আলাউদ্দিনের দলের সংঘর্ষ এবং গোলাগুলিতে জামিল হাসান অর্নবের বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং মো. অনিক (২৮), নাজমুল (২৮), মো. দিপু (৩৫), নিশু (২২), মো. মোহন (২০) ও রিনা (৪৫) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।

এরপর ১৭ মার্চ রোববার র‍্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে অর্নব হত্যাকাণ্ডের ও ৬ জনকে গুলিবিদ্ধ করার মামলার প্রত্যক্ষভাবে জড়িত ৫ জন চাঞ্চল্যকর আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালি মডেল থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব নিহত হয়। এই ঘটনায় নিহত জামিলের মা ঝর্না আকতার ২৫ জন এজহারনামীয় ও ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা করে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫