• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বঙ্গবন্ধুর জন্মদিন: বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রমী উদযাপন

১৭ মার্চ ২০২৪ রাত ০৮:২০:২৪

বঙ্গবন্ধুর জন্মদিন: বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রমী উদযাপন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিনে ব্যতিক্রমী এক কার্যক্রমের মাধ্যমে উদযাপন করা হয়েছে। যেখানে সারাদেশের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো শুধু ইমার্জেন্সি বিভাগটি চালু রেখে চিকিৎসকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মাধ্যমেই সীমিত রেখেছে বিশেষ এদিনটি উদযাপন, সেখানে এ স্বাস্থ্য কমপ্লেক্সেটি স্বাভাবিক উদযাপনের সাথে সাথে নতুনত্ব যোগ করে প্রশংসায় ভাসছে।

বিশেষ এদিনটি উপলক্ষে তারা ৩০০তম সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করে। সিজারিয়ানে জন্ম নেয়া শিশুর মায়ের নাম সুভা আক্তার ও বাবার নাম সন্দ্বীপ। বাড়ি কুলিয়ারচর উপজেলায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাবেয়া আক্তার ও ডা. মুবাশ্বির আহমেদ প্রমুখ।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, এখানে সিজারিয়ান সেকশন চালু হবার পর থেকে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এ কার্যক্রম সফলভাবে চলছে। আজকের বিশেষ এ দিনে ৩০০তম সিজারিয়ান কার্যক্রমে যাদের অক্লান্ত শ্রমে সফলভাবে সিজার সম্পন্ন হলো, তাদের মধ্যে সার্জন ডা: কামরুন্নাহার দিলু, ডা: মাহবুবুর রহমান (এ্যানেস.) সংশ্লিষ্ট মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স (ওটি)-সহ অপারেশন থিয়েটার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

২০২৩ সালে মে মাসে সেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপ হেলথ সিস্টেম পারফরমেন্সে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দেশের ৪২৫ উপজেলার মধ্যে সেরা দশে স্থান পেয়ে দেশব্যাপী আলোচিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫