আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ।
১৭ মার্চ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬০টি অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, ডাল, খেজুর, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও মুড়ি।
সংগঠনের উপদেষ্টা রুবেল আহমেদ, সহ-সভাপতি জুয়েল ভুঁইয়া, সহ-সভাপতি সানাউল ভুঁইয়া, সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া, অর্থ সম্পাদক মো. রুবেল আহমেদ, কাজী জসিম, সজিব ভুঁইয়া, শরিফুল ইসলাম আবির, বাপ্পি ভুঁইয়া ও সেচ্ছা সেবক প্রধান সাইফুল ইসলাম ভুঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রীগুলো বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক অহিদ ভুঁইয়া, হীরাপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়াসহ অনেকে।
প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া বলেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের মতো অন্যদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত। এই সংগঠনের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত।
প্রসঙ্গত, ‘মানবতা, সেবা ও দেশপ্রেম’ এই স্লোগানে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৭ সালে। ওই ইউনিয়নের একদল অদম্য তরুণ প্রবাসী তাদের নিজস্ব অর্থে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available