স্টাফ রিপোর্টার, সাভার: ঢাকার সাভারে বাকবিতন্ডার জেরে সাংবাদিকের ছেলেসহ দুই জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
১৭ মার্চ রোববার রাতে সাভারের রেডিওকলোনী বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। বিপিএটিসি স্কুলের দশম শ্রেণীর ছাত্র লতিফের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহতরা হলেন, সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার বাসিন্দা ও দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভান্ডারীর ছেলে জিসান প্রামাণিক (১৫) ও একই এলাকার কামরুল ইসলামের ছেলে সিয়াম রাজা (১৫)।
এদের মধ্যে জিসান প্রামাণিক সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ও অপর কিশোর সিয়াম কলমা এলাকার ওয়াজ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
আহত দুই কিশোরের পরিবারের দাবি, স্কুলের বনভোজনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা দুইজনকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।
আহত জিসানের বাবা সাংবাদিক মতিউর রহমান বলেন, “প্রায় এক মাস আগে গাজীপুরের সাফারি পার্কে শিক্ষার্থীদের বার্ষিক বনভোজনে নিয়ে গিয়েছিলো বিপিএটিসি স্কুল কর্তৃপক্ষ। সে সময় নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বাসে ওঠা নিয়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। পরে উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করা হয়৷জানার পর আমি বিপিএটিসি স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার পাশাপাশি পরবর্তীতে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় ইফতারের পর বন্ধু সিয়ামের সাথে রেডিওকলোনী এলাকায় যায় জিসান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ২৫-৩০ জন কিশোর ধারালো অস্ত্র নিয়ে জিসান ও তার বন্ধু সিয়ামের উপর হামলা করে। এ সময় হামলাকারীরা ভুক্তভোগী দুই কিশোরকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে কিশোর গ্যাং সদস্যরা ওই দুই শিক্ষার্থীকে কুপিয়েছে। এ ঘটনা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available