খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালীতে ১৭ মার্চ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের অনুষ্ঠানের চিঠি না পাওয়ায় বীর মুক্তিযোদ্ধাদের একাংশ ইউএনও'র অপসারণ দাবি করেছেন।
১৭ মার্চ রোববার দুপুরে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটিএম আবুল মনসুর মজনু জানান, ২৬ মার্চের আগে বর্তমান ইউএনও মাহবুবুল হক এর অপসারণ না হলে তারা উপজেলা গেইটের সামনে কঠোর কর্মসূচি নিবেন।
অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ কুমারখালীর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন জানিয়েছেন, তিনি ইউএনও’র প্রতিনিধি। তার মাধ্যমে সকল মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জানানো হয়েছে।
জানা যায়, ১৭ মার্চ শেখ মুজিবের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটিএম আবুল মনসুর মজনু অংশগ্রহণ না করে তাদের মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন। আলোচনা সভায় তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে উপজেলার যেকোন জাতীয় প্রোগ্রামে তাদেরকে চিঠি দেওয়া হতো কিন্তু বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের অবমূল্যায়ন করছেন শুরু থেকেই। ৭ মার্চ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উত্তোলন না করা হলে তার প্রতিবাদ করেছিলেন এবং ১৭ মার্চের অনুষ্ঠানে তাদেরকে কোন চিঠি দেওয়া হয়নি। আগামী ২৬ মার্চের আগে ইউএনও-কে অপসারণ না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন বলে জানান তারা।
এ প্রসঙ্গে ইউএনও মো. মাহবুবুল হক জানান, কুমারখালীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউএনও‘র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন। ইউএনও’র প্রতিনিধির মাধ্যমে সকল মুক্তিযোদ্ধাদের ১৭ মার্চের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, সকল মুক্তিযোদ্ধা আমার ভাই। তারা যেখানে যাবে না আমিও যাবো না। বিষয়টি দ্রুত সুরাহা করতে হবে। তবে ইউএনও যদি মুক্তিযোদ্ধাদের অনুরোধ করে বিষয়টি নিষ্পত্তি করতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available