সাভার প্রতিনিধি: সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বিশেষ এ দিনটিকে ঘিরে সাভারের তেঁতুলঝোরা ইউনিয়ন পরিষদে ছিলো বিভিন্ন আয়োজন।
১৭ মার্চ রোববার দিনটির শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদ প্রাঙ্গণে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় শিক্ষা উপকরণ ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ সম্পর্কিত বই।
এ সময় তেঁতুলঝোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকে স্বাধীন চেতনা, সংগ্রামী, সাহসী, দূরদর্শী ও নেতৃত্ব গুণাবলী সম্পন্ন ছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সংগ্রামের ফসল হিসেবে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। শিশুদের জন্য তার অন্যরকম আবেগ অনুভূতি কাজ করতো। শিশু-কিশোরদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available