লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সন্তানের চাকরি স্থায়ী করণের দাবিতে রাস্তায় ভিক্ষুক বাবা অনশন করেছেন। ছেলে হাবিবুর রহমানের আউটসোর্সিং চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও স্থায়ী করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
১৭ মার্চ রোববার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন প্লে-কার্ড নিয়ে এসে অনশন শুরু করেন। এ সময় ছেলের চাকরি স্থায়ী হলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি।
সাহেদ আলী লক্ষ্মীপুরের রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে হাবিবুর রহমান রুবেল লক্ষ্মীপুর সদর হাসপাতালের চুক্তিভিত্তিক ক্লিনারের কাজ করেন।
ভিক্ষুক সাহেদ আলী জানান, একসময় তিনি মাটি কাটা শ্রমিক ছিলেন। ২০১২ সালে জটিল রোগে আক্রান্ত হয়ে দুপা কেটে ফেলতে হয়েছে। এরপর সংসার জীবনে ৩ ছেলে ২ মেয়ে নিয়ে দিশেহারা হয়ে পড়েন। ভিক্ষা করেই সংসার চলতো তাদের। আউটসোর্সিং নীতিমালা ২০১৮ এর ৩নং অনুচ্ছেদে-৮ অনুযায়ী ২০২২ সালে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেনিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় নিয়োগ হয় তার রুবেলের। ওই সময় থেকে ছেলে হাবিবুর রহমান লক্ষ্মীপুর সদর হাসপাতালে ক্লিনার হিসেবে কাজ করে আসছে।
প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে সাহেদ আলী আরও জানান, ছেলের চাকরি স্থায়ী হলে তিনি ভিক্ষা ছেড়ে দিবেন।
স্থানীয়রা জানান, সাহেদ আলীর সংসারে আয় উপার্জনের একমাত্র সম্বল তার সন্তান রুবেল। তার চাকরি চলে গেলে সংসার দেখাশোনার মতো এখন আর কেউ নেই। তার চাকরি স্থায়ী হলে বৃদ্ধ সাহেদ আলী শান্তিতে থাকতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টিতে রুবেলের চাকরি স্থায়ীকরণের মধ্য দিয়ে একটি অসহায় পরিবারের সদস্যদের প্রাণ ফিরে আসবে এমনটা প্রত্যাসা করেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available