• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে ১২৮ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিশু দিবস পালন

১৮ মার্চ ২০২৪ দুপুর ১২:১৮:৪০

ফকিরহাটে ১২৮ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিশু দিবস পালন

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

১৭ মার্চ রোববার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাসমূহে স্ব-স্ব দপ্তরের নির্দেশনা মতো অনুষ্ঠান উদযাপন করে।  

উদযাপন কর্মসূচির মধ্যে ছিল সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান, এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ মাহফিল।

কাজি আজহার আলী কলেজ, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ, শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আট্টাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস জানান, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ চালাবে। তাই বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এসব দিবস পালনে সম্পৃক্ত করতে হবে।

ফকিরহাট উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. শাহিদুর রহমান জানান, শিক্ষামন্ত্রণালয়ের অধীনস্ত অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শিশু দিবস পালন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫