গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ধর্ষণ ও মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ মামলার আসামি রুবেল মালকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতার রুবেল উপজেলার দেবোত্তর গরিলা এলাকার ফরিদুল ইসলাম মালের ছেলে। ১৮ মার্চ সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর র্যাব-৫ সিপিসি-২।
র্যাব জানায়, রুবেল ভুক্তভোগীর সম্পর্কে দেবর ও প্রতিবেশী হয়। এর সুবাদে রুবেল প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিলে ফিরিয়ে দেয় ভুক্তভোগী। কিন্তু চলতি বছর ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী বাড়িতে পোষা গরু-ছাগল দেখতে গেলে সুকৌশলে রুবেল ঘরের ভিতরে ঢুকে লুকিয়ে থাকে।
পরে রাত সোয়া ১০টার দিকে রুবেল শয়ন ঘরের চৌকির উপর উঠে ভুক্তভোগীকে ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং সুকৌশলে আসামি তার মোবাইল ফোনে ধর্ষণের নগ্ন ছবিসহ যৌন উত্তেজনাকর ভিডিও ধারন করে। পরবর্তীতে আসামি মোবাইল ফোনে ধারন করা ভিডিও চিত্র ভুক্তভোগীকে দেখিয়ে কু-প্রস্তাব দেয় এবং ওই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গুরুদাসপুর থানায় ১৫ মার্চ একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-৫ বরাবর অভিযানপত্র প্রদান করেন। এর প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামি রুবেলের অবস্থান শনাক্ত করে। রোববার রাতে অভিযান চালিয়ে একই উপজেলার বিন্দাবনপুর গ্রাম থেকে আসামি রুবেলকে গ্রেফতার করে র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available