সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান পদে ও ইসলামাবাদ ইউপি সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন ও ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও মোহনপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা আবু তাহের কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতে এ প্রতীক দেওয়া হয়। মোহনপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান।
স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান (অটোরিকশা) সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ সেলিম মিয়া (ঘোড়া), ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ বদিউল আলম (চশমা), জেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি (ঢোল), সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার (আনারস), এ্যাড. শরিফ মাহমুদ সায়েম (টেবিল ফ্যান) যুবলীগ নেতা ফয়সাল আহমেদ (টেলিফোন), আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তপাদার (মোটরসাইকেল) প্রতীক পেয়েছে।
এছাড়া ইসলামাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সদস্য পদে শ্যামল চন্দ্র দাস পেয়েছেন (মোরগ) ও তাবিদ হোসেন পেয়েছেন (তালা)।
আগামী ১৬ মার্চ মতলব উত্তর উপজেলার মোহনপুর ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ৷
উল্লেখ্য, গতবছরের ১০ নভেম্বর মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের মৃত্যু হলে এই ইউপির চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায় এবং ইসলামাবাদ ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য নূপেন্দ্র চন্দ্র দাস ১৫ নভেম্বর মৃত্যু হলে এই ওয়ার্ডের সদস্য পদটি শূন্য হয়ে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available