• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:০৯:৩৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:০৯:৩৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

এবার চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন

১ মার্চ ২০২৩ সকাল ১১:১৪:০৮

এবার চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন

মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : এবার মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে এবার চালু হলো মিরপুর-১০ নম্বর স্টেশন। ১ মার্চ বুধবার এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

এর আগে উত্তরা থেকে চারটি স্টেশন চালু হয়েছিলো। সেগুলো হলো- উত্তর, আগারগাঁও, পল্লবী ও উত্তরা সেন্টার। সর্বশেষ পঞ্চম স্টেশনের (মিরপুর-১০) যাত্রা শুরু হলো।

আগারগাঁও পর্যন্ত এখন বাকি রইলো চারটি স্টেশন। ‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও ‘শেওড়াপাড়া’। আশা করা হচ্ছে চলতি মাসের মধ্যে এ স্টেশনগুলোও চালু হবে।

জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মেট্রোরেল চলবে মধ্যরাত পর্যন্ত।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ