• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে খুনের ২৪ ঘণ্টার মধ্যে ৩ আসামি গ্রেফতার

২০ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:১০

রংপুরে খুনের ২৪ ঘণ্টার মধ্যে ৩ আসামি গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়া জুয়া খেলাকে কেন্দ্র করে জুয়েল হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি বকুল মিয়াসহ ৩ জন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

২০ মার্চ বুধবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩  অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম জানান, ১৮ মার্চ রাতে গঙ্গাচড়া উপজেলার বড়বিল মন্থনা দীঘলপাড়া এলাকায় জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়েল ইসলাম ওরফে মাজু’কে হত্যা করা হয়।

দীঘলপাড়া এলাকায়  ১নং আসামির নেতৃত্বে অন্যান্য আসামিরা প্রতিদিনের ন্যায় জুয়ার আসর বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সামাজিক পরিবেশ নষ্ট করে। এ সময়ে জুয়েল ইসলাম ওরফে মাজু আসামিদের জুয়া খেলায় বাধা প্রদান করলে তাকে মারধর করে ও হত্যার হুমকি দেয়। পরবর্তীতে মাজু বাজার করার জন্য বড়বিল মন্থনা বাজারে গেলে আসামিরা তাকে এলোপাথাড়িভাবে দেশীয় অস্ত্র লাঠিসোঠা দিয়ে মারতে থাকে।

মারামারির একপর্যায়ে জুয়েল ইসলাম মাজু’র শরীর নিথর হয়ে পড়লে আসামিরা তাকে ফেলে রেখে পালিয়ে চলে যায়। তার স্ত্রী লোক মারফত জানতে পেরে স্থানীয় জনগণের সহায়তায় ভ্যানযোগে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্ত্রী নিজে বাদি হয়ে আসামিদের রিরুদ্ধে গঙ্গচড়া থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, রংপুর তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন হতে হত্যা মামলার ১নং আসামি মো. বকুল মিয়া, মো. আব্দুল খালেক ও মো. আলাল মিয়া নামে ৩ আসামিকে গ্রেফতার করে। পরে আসামিদের গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫