• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪০:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪০:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সুইডিশ রাজকুমারী ভিক্টোরিয়া

২১ মার্চ ২০২৪ সকাল ০৮:১৯:১২

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সুইডিশ রাজকুমারী ভিক্টোরিয়া

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশে সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত ও সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও খুরস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন।

২০ মার্চ বুধবার দুপুরে ১২টার দিকে ভাসানচর থেকে হেলিকপ্টারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে প্রথমে তিনি যান ক্যাম্প চার এক্সটেনশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাবার বিতরণের ই-ভাউচার আউটলেটে। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন।

এরপর ক্যাম্প-৫ এ ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে একটি বেকারি শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেখানে কর্মরত নারীদের সাথে মতবিনিময় করেন। এরপর সুইডিশ রাজকুমারী যান ক্যাম্প-১০ এ। সেখানে ইউএনডিপি পরিচালিত প্রাকৃতিক উপায়ে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত একটি প্রকল্প পরিদর্শন করেন। সেখান থেকে আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি রোহিঙ্গা সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ দেখে মুগ্ধ হন।

এরপর বিকেল ৪টার কিছু আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের খুরুস্কুলে নির্মিত জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বুধবার বিকেলে আকাশ পথে ঢাকায় ফিরে যান সুইডেনের রাজকুমারী ইউএনডিপির শুভেচ্ছা দূত ভিক্টোরিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫