মো. নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি : শিক্ষকরাই পারেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ছেলে-মেয়েদের প্রকৃত শিক্ষা প্রদান করে থাকেন শিক্ষকরা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-৩ (সদর ও রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির রামু শাখার আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইমুম সরওয়ার কমল বলেন, গত ৯ বছরে আগে কক্সবাজার-৩ আসনের জনগনের ভোটে নির্বাচিত এমপি হওয়ার পর থেকে আমি প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। রামুতে প্রতিটি স্কুলে বহুতল ভবন, রাসেল ডিজিটাল ল্যাব, ওয়াস রুম নির্মাণসহ প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। এসব উন্নয়নের কারণে আজ এই উপজেলায় শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সকল কিছুর মূলে আপনারা শিক্ষকগণ। আপনাদের অনুপ্রেরণাই আমাকে সত্যিকার উন্নয়ন করতে উৎসাহ দিয়েছে।
এসময় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, সুশিক্ষা দিয়ে আপনার প্রতিটি শিক্ষার্থীকেই মানুষের মত মানুষ করে তুলতে চেষ্টা করুন। আত্মকর্মসংস্থানের মাধ্যমে কেউ যেন বেকার না থাকে, সে লক্ষে টেকনিক্যাল শিক্ষা নিতে আগ্রহ বাড়াতে চেষ্টা করুন। সরকার সব সময় শিক্ষকদের মূল্যায়ন করে থাকে। আপনারা শুধু আপনাদের উপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করুন। আপনাদের যেকোনো সমস্যায় সরকারের পাশাপাশি আমিও থাকব সবসময় আপনাদের পাশে।
এ সময় বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সেলিম, মেরোংলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মওলানা মো. তৈয়ব, রামু বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বুগত রঞ্জন বড়ুয়া প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available