• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৬:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৬:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কৃষি

বড়ই চাষে স্বাবলম্বী কাপাসিয়ার চাষীরা

১ মার্চ ২০২৩ বিকাল ০৩:২৮:২৪

বড়ই চাষে স্বাবলম্বী কাপাসিয়ার চাষীরা

শফিকুল ইসলাম শামীম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বড়ই বা কুল চাষে স্বাবলম্বী হয়ে সুখেই দিন কাটছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাষী নজরুল ও শামীম শিকদারসহ অনেক কৃষকের। বড়ই চাষে স্বল্প খরচে অধিক লাভবান হচ্ছেন তারা।

সূর্য নারায়ণপুরের কৃষক নজরুল ইসলাম জানায়, ৩/৪ হাজার  টাকা খরচ করে প্রতি বছর প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা আয় হয়। পাশাপাশি বড়ই চাষে কোনো ঝুঁকি নেই। বিদেশ থেকে এসে অন্য কোনো কর্মসংস্থান না থাকায় সে ৫ বছর যাবৎ নলগাঁইয়া, চিনা শুকানিয়া, বল সুন্দরী, কাশ্মীরী ও বাও কুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

তিনি জানান, কুল চাষে একবার ইনভেস্ট করলে বারবার এই ফল পাওয়া যায়। কুল চাষের ফলে স্বাবলম্বী হয়ে পরিবার-পরিজন নিয়ে সুখ-শান্তিতেই দিন কাটছে তাদের।

এছাড়াও চাঁদপুর ইউনিয়নে কৃষক শামীম শিকদার জানান, পূর্বে তিনি ধান চাষে লাভবান না হওয়ায় ১৫ বছর যাবৎ ৬ বিঘা জমিতে কুল চাষ করে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করার পর প্রতি বছর ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা উপার্জন করেন।  

কৃষক নজরুল, শামীম শিকদারসহ অন্যান্য চাষীরা মনে করেন, সরকারিভাবে কোনো অনুদান বা সহযোগিতা পেলে কুল বা বড়ই চাষে অধিক লাভবান হওয়া যাবে।  

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক বলেন, এই বছর কাপাসিয়ায় ৯০ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে।  অধিকাংশ চাষীরাই এই কুলচাষে স্বাবলম্বী হয়েছেন। ফলে দিন দিন এ অঞ্চলের  চাষীদের মধ্যে কুলচাষের আগ্রহ বাড়ছে।

তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি ও ভালো ফলনের জন্য আমরা কৃষকদের সুপরামর্শ ও সহযোগিতা করে থাকি। প্রতিবছর উদ্যোগী কৃষকদের উৎসাহ উদ্দীপনার জন্য অনুষ্ঠানের মাধ্যমে সফল চাষীদের পুরস্কারের ব্যবস্থা করে থাকি।

এ সময় তিনি চাষী নজরুল, শামীম শিকদারসহ কুলচাষে স্বাবলম্বী কৃষকদের উত্তরোত্তর সাফল্য কামনাসহ বেকার যুব সমাজকে উদ্যোগী হয়ে এরকম কর্মসংস্থান সৃষ্টি করে কর্মমুখী হওয়ার জন্য আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫