গবি প্রতিনিধি: ঢাকাস্থ বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন ও ক্যাম্পাসের বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
২২ মার্চ শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। এ সময় নিরাপত্তা কর্মী ও তৃতীয় লিঙ্গের কর্মচারীদের মাঝেও ইফতার বিতরণ করেন তারা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন এ ইফতার মাহফিলে।
ব্যতিক্রমী এ আয়োজন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী শাফকাত জহুর বলেন, 'কাশ্মীরে আমার জন্ম ও বেড়ে ওঠা। বাংলাদেশে ইফতার করেছি বিগত চার বছর যাবত। বাঙালি ইফতারের সাথে আমাদের কাশ্মীরি ইফতারে কিছু পার্থক্য রয়েছে। ঐতিহ্যগতভাবে বাঙালি খাবারে বেশ কিছু বৈচিত্র্য রয়েছে। তবে গবিসাস আজ যে ইফতারের আয়োজন করেছে তা খুবই চমৎকার। মাঠে বসে ইফতার করাটা সত্যিই উপভোগ্য ছিল।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন গবিসাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'গবিসাসের এই আয়োজনে আসতে পেরে ভালো লাগছে। আমরা চাই গবিসাসের সাথে বন্ধন দৃঢ় হোক। আগামীতেও এই ধারা চলমান থাকুক এই কামনা।'
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, 'গবিসাস প্রতিবছরই ইফতার মাহফিলের ব্যবস্থা করে থাকে। গবিসাস-সহ বিভিন্ন সংগঠনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন। আশা করি, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে গবিসাসের উপদেষ্টামণ্ডলীসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, গবিসাসের সদস্য হতে আবেদনকারী এবং শুভাকাঙ্ক্ষীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available