• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ফিচার

স্ট্রবেরি চাষ করে সাড়া ফেলেছেন পীরগঞ্জের সুজাত আলী

১ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬:৩২

স্ট্রবেরি চাষ করে সাড়া ফেলেছেন পীরগঞ্জের সুজাত আলী

আব্দুল আলিম : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সুজাত আলী নামের এক কৃষক স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। বাগানের খড় বিছানো সারি সারি বেডের ওপর শোভা পাচ্ছে লাল টসটসে চোখ জুড়ানো স্ট্রবেরি। একদিকে স্ট্রবেরি চাষ করে নিজে হচ্ছেন লাভবান, অন্যদিকে এই বাগানে কাজ করে অনেক বেকার যুবকদের কর্মসংস্থার ব্যবস্থাও হচ্ছে। বাগানে কাজ করে অনেকের সংসারে ফিরেছে স্বচ্ছলতা।

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের বাসিন্দা সুজাত আলী। চলতি বছরের নভেম্বরের দিকে জয়পুরহাট থেকে ১৮ হাজার টাকার স্ট্রবেরির চারা ক্রয় করে নিয়ে আসেন তিনি। পরবর্তীতে নিজের ২ একর জমিতে লাগান চারা। বর্তমানে তার বাগানে স্ট্রবেরির গাছ আছেন ৩৬ হাজারের বেশি। এই বাগান করতে খরচ হয় প্রায় ১২ লাখ টাকার। নিজ জেলার পাশাপাশি বাহিরেও এই ফল বিক্রি করছেন এই কৃষক। এই স্ট্রবেরি বাগান থেকে আগামীতে আরও বেশি লাভের আশায় আছেন তিনি।

সুজাত আলী ব্যতিক্রমি ফল আবাদ করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। সংসারে ফিরেছে স্বচ্ছলতা। আগামীতে এই ফল বাগান থেকে ৩০-৪০ লাখ টাকার ফল বিক্রি করে লাভবান হবেন বলে জানালেন এই কৃষক। বর্তমানে সুজাত তার বাগানের স্ট্রবেরি ফল প্রতি কেজি ৮০০-১২শ টাকা করে বিক্রি করছেন।

পীরগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর নবী বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে সুজাত আলীকে সকল প্রকার পরামর্শ ও সহযোগীতা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫