ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপি ইসলামী অলিম্পিয়াডের প্রথম দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ শনিবার জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিদিনের ঠাকুরগাঁও-এর আয়োজনে এবং ঠাকুরগাঁও কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আট শতাধিক প্রতিযোগী নিয়ে প্রতিযোগিতার প্রথম দিনে তিনটি বিভাগে পাঁচটি গ্রুপের পাঁচটি ইভেন্টে লড়েছেন অংশগ্রহণকারীরা।
এতে পবিত্র কোরআন তিলাওয়াত বিভাগে ২৭০ জন প্রতিযোগী অংশ নেন এবং ইসলামিক কুইজ বিভাগের ক গ্রুপে ১২০ জন ও খ গ্রুপে ১৫০ জন প্রতিযোগী অংশ নেয়।
আগামী ২৭ মার্চ প্রতিযোগিতার ২য় রাউন্ড এবং ৩০ শে মার্চ চূড়ান্ত রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চুড়ান্ত রাউন্ড শেষে ওইদিন সেরা ১৫ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available