• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে গজারী বন থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

২৩ মার্চ ২০২৪ রাত ০৯:৩০:৩৪

শ্রীপুরে গজারী বন থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ মার্চ শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মণ্ডলের মোড় এলাকার পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মনোয়ারা বেগম গাজীপুর সদর উপজেলার পিরুজালীর ময়তাপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী।

মনোয়ারার ছেলে মো. জসিম উদ্দিন সাগর বলেন, গত ১৩ মার্চ সকালে আমার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দুই দিন পর জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি)করি। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের গজারি বনে একটি মরদেহ পাওয়া গেছে। এমন খবরের ভিত্তিতে এসে কাপড়-চোপড় দেখে মাকে শনাক্ত করি। তবে মা কীভাবে মারা গেছে বলতে পারছি না।

মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামসুল হক বলেন, স্থানীয় কয়েকজন নারী বনের ভেতরে ঝরাপাতা কুড়াতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি বিষয়টি পুলিশকে জানাই। এরপর বনের ভেতর গিয়ে শিয়াল-কুকুরে খাওয়া ছিন্নভিন্ন মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে  শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রৌশন আলী জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে বনের ভেতর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি শিয়াল-কুকুরে খেয়ে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে। ওই নারীর কাপড় চোপড় দেখে তার ছেলে শনাক্ত করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫