• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুমেক হাসপাতালের ময়লার ভাগাড়ে ৪৯৫ ডিস্টিল ওয়াটার, হদিস নেই ইনজেকশনের

২৪ মার্চ ২০২৪ সকাল ০৮:৪৭:২০

খুমেক হাসপাতালের ময়লার ভাগাড়ে ৪৯৫ ডিস্টিল ওয়াটার, হদিস নেই ইনজেকশনের

খুলনা ব্যুরো: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের ময়লার ভাগাড়ে মিললো ৪৯৫টি ডিস্টিল ওয়াটার। তবে হদিস মেলেনি ইনজেকশনের। এ ব্যাপারে সদুত্তর দিতে পারেননি কর্তব্যরত নার্স ও সংশ্লিষ্ট ওয়ার্ড ইনচার্জ।

এদিকে জব্দের সময়ে আউটসোর্সিং কর্মীদের তোপের মুখে পড়েন আনসার সদস্য ও গণমাধ্যমকর্মীরা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হাসপাপাতালের সেবা গ্রহীতারাও।

২৩ মার্চ শনিবার বিকালে খুমেক হাসপাতালের আবাসিক অফিসার ডা. সুমন রায়ের নেতৃত্বে আনসার সদস্যরা প্রসূতি বিভাগের একটি পরিত্যাক্ত রুমের ময়লার স্তূপ থেকে ৪৯৫টি ডিস্টিল ওয়াটার জব্দ করেন। তবে ডিস্টিল ওয়াটার জব্দ করা হলেও হদিস মেলেনি ইনজেকশনের।

এসব ডিস্টিল ওয়াটর জব্দের সময়ে কন্ট্রাক ক্লিনিং সার্ভিসিংয়ের আউটসোর্সিং কর্মচারী রুমানা ও পাপিয়া তেড়ে আসেন আনসার সদস্য ও গণমাধ্যমকর্মীদের দিকে। কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ডের সাব-ইনচার্জ রন্জু মোহন্ত গণমাধ্যমকর্মীদের সাথে অসদাচরণ করেন।

রন্জু মোহন্ত বলেন, ময়লার ভাগাড় থেকে শুধুমাত্র ডিস্টিল ওয়াটার উদ্ধার হয়েছে। তবে ওখানে কীভাবে আসলো, কবে কে রাখলো, তা কিছুই বলতে পারবো না।

তিনি আরও বলেন, আপনাদের ফোন করে যিনি তথ্য দিয়েছেন, তার কাছ থেকে বাকি তথ্য নেন।

ওয়ার্ডের ইনচার্জ সাবিনা ইয়াসমিন বলেন, আমি সদ্য এসেছি, কেউ হ্যান্ড ওভারে আমাকে এই ডিস্টিল ওয়াটারের ব্যাপারে বলেনি। এখানে কিভাবে আসলো, তাও আমি জানি না।

খুমেকের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আগামী কাল (আজ ২৪ মার্চ রোববার) ওয়ার্ড ইনচার্জসহ সংশ্লিষ্ট সবাইকে ডাকবো। এনিয়ে একটা তদন্ত কমিটি হতে পারে। প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫