হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি ) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এই বছরও পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার জন্যই এ আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলের বিষয়ে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আবির চন্দ্র অপু বলেন, প্রতিবারের ন্যায় এবারও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের প্রতি ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে। ক্লাস পরীক্ষার মধ্যেও সবার অংশগ্রহণ সত্যিই অনেক আনন্দদায়ক ছিলো। আশা করি, আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
ভেটেরিনারি অনুষদের অপর শিক্ষার্থী এনায়েত হোসেন বলেন, ক্যাম্পাসজীবনে একসঙ্গে ইফতার তাদের উৎফুল্ল করে তোলে। এতে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available