• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৭:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৭:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিলাইছড়িতে বৌদ্ধ ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

২৪ মার্চ ২০২৪ সকাল ১০:৩৯:২১

বিলাইছড়িতে বৌদ্ধ ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: হাজারো ভক্তের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার গোয়াইনছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ প্রয়াত ভদন্ত পঞ্চনন্দ থোরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । এ উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৩ মার্চ শনিবার সকালে খাওয়া দাওয়া শেষে দুপুরে প্রার্থনার মাধ্যমে সইং নৃত্যের (শবদাহ নৃত্য) মধ্য দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। পরে মহাসঙ্ঘদান, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা আলোচনা সভা ও শেষে ডুমাবাজির মধ্য দিয়ে প্রয়াত থেরোর দেহ সৎকার করা হয়।

পুরো অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শত শত ধর্মপ্রাণ নর-নারী অংশ নেন। এ ছাড়া রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এলাকার বিভিন্ন বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ ভিক্ষুরা এতে অংশ নেন। ব্যাপক প্রস্তুতি নিয়ে বিহার প্রাঙ্গণে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় বারুদগোলা ডুংসিং প্রক্ষেপণের মাধ্যমে মরদেহ দাহ করেন শত শত ভক্ত ও দায়ক-দায়িকারা।

প্রয়াত পঞ্চানন্দথের দেহ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শবদাহ অনুষ্ঠানস্থলে সইং নৃত্যের মাধ্যমে নিয়ে আসা হয়। নানা অনুষ্ঠান শেষে বিকেলে ডুমাবাজির মাধ্যমে (স্থানীয়ভাবে বাঁশ দিয়ে তৈরি এক প্রকার বারুদ ভর্তি গোলা) প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর দেহ সৎকার করা হয়।

ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ বলেন, যারা বৌদ্ধ ধর্মীয় দিক্ষায় পূজনীয় সে সকল ভান্তে তাদেরকে আমরা দাহ করি, যেটাকে অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয়। আমরা এই অনুষ্ঠানটা অনেক বড় করে করি। তবে এ বছর পরিবেশ পরিস্থিতি ভালো না হওয়া অল্প পরিসরে উদযাপন করতেছি।

অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তিন পার্বত্য জেলার সংসদীয় আসনের মহিলা এমপি জ্বরতি তনচংগ্যা, রাঙ্গামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তনচংগ্যা, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তনচংগ্যাসহ আরো অনেকে।

রাজস্থলী উপজেলার রাজস্থলী মৈত্রী বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো বলেন, আমরা এই অনুষ্ঠানটি অনেক বড় করে করি, তাই বেশি সময় লাগে। এই অনুষ্ঠানের কোনো সময় বেধে দেওয়া থাকে না। এইখানে ৬ মাস পরে ওনার  অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে। অনেক সময় ৮ মাস পরেও আমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করি।

প্রসঙ্গত, গতবছরের জুলাই মাসে বিলাইছড়ি  উপজেলার ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত  পঞ্চানন্দথোরো ৮৫ বছর বয়সে পরলোক গমন করেন। সনাতনী প্রক্রিয়ায় এতদিন বৌদ্ধ ভিক্ষুর দেহ বৌদ্ধ মন্দিরে কাচের কফিনে সংরক্ষণ করে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০