• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন দিনাজপুরের ৭৫ জন তরুণ-তরুণী

২৪ মার্চ ২০২৪ দুপুর ০২:০০:৩০

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন দিনাজপুরের ৭৫ জন তরুণ-তরুণী

দিনাজপুর প্রতিনিধি: কোনো প্রকার তদবির, ঘুষ বাণিজ্য ছাড়া কেবল শারীরিকভাবে ফিটনেস, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে সরকারি চাকরি পেলেন ১১ জন নারীসহ মোট ৭৫ জন।

২৩ মার্চ শনিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা পুলিশ লাইন্স অডিটরিয়ামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ শেষে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমদ পিপিএম বার। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

পুলিশ সদর দফতর থেকে টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দিনাজপুর জেলায় সাধারণ ও বিভিন্ন কোটায় নারী ও পুরুষ চাকরি প্রার্থী অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ৩ হাজার ৭৭০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৬ মার্চ থেকে দিনাজপুর পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

এরই ধারাবাহিকতায় প্রথম দিনের ইভেন্টে শারীরিক সহনশীলতা পরীক্ষা, দ্বিতীয় দিনের ইভেন্টে এবং তৃতীয় দিনের ইভেন্ট শেষে উত্তীর্ণদের মধ্যে থেকে ৯৬০ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ২৮৬ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। যার মধ্যে ২৩৬ জন পুরুষ এবং নারী প্রার্থী ৫০ জন। সর্বশেষ মৌখিক পরীক্ষার মাধ্যমে ৭৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এর মধ্যে ৬৪ জন পুরুষ এবং ১১ জন নারী।

টিআরসির চূড়ান্ত ফল প্রকাশের সময় পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম শফিকুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আমিরুল ইসলাম, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড স্টেট) মো. মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫