• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় নিপাহ ভাইরাসে গৃহবধুর মৃত্যু

২ মার্চ ২০২৩ দুপুর ০১:২৮:৩২

নওগাঁয় নিপাহ ভাইরাসে গৃহবধুর মৃত্যু

লোকমান আলী, নওগাঁ : নওগাঁ জেলার মান্দা উপজেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগম (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ১ মার্চ বুধবার বিকেল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত গৃহবধূ ফরিদা বেগম উপজেলার কশবা ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আবদুল খালেকের স্ত্রী। একই ভাইরাসে আক্রান্ত হয়ে তার শাশুড়ি রহিমা বেগম (৬০) রামেকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে লাগানো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আবদুল হকের পরিবার। এর দুইদিন পর আবদুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ ফেব্রুয়ারি অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ধারণা করা হচ্ছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আবদুল হক।

নিহত আবদুল হকের স্ত্রী রহিমা বেগম ও ছেলের বউ ফরিদা বেগম এর শরীরে সর্দি-জ্বর এর উপসর্গ দেখা দিলে গত ২৬ ফেব্রুয়ারি রোববার তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ মার্চ বুধবার বিকেল ৫টার দিকে গৃহবধু ফরিদা বেগম মারা যান। রহিমা বেগমকেও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) রাখা হয়েছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, খেজুর গাছের রস বা বরই (কুল) থেকে এ ভাইরাস ছড়াতে পারে। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গৃহবধু ফরিদা বেগম রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শাশুড়িকে আইসিইউতে রাখা হয়েছে। রাতেই ঢাকা থেকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের একটি টিম রামেকে আসবেন বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫