• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩১:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩১:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা

২৪ মার্চ ২০২৪ বিকাল ০৪:০৬:৪৪

সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা

নীলফামারী প্রতিনিধি: ৭ মার্চের জাতীয় দিবসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলায় এবং ওই কর্মকাণ্ডের বিচার না হওয়ায় সৈয়দপুর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। ২৪ মার্চ রোববার সকালে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ কলেজ শাখা।

কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আকাশ সরদার বলেন, অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতিয়ার রহমান একজন জামায়াত পন্থী। তিনি মেনে নিতে পারেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি। তাই ওই দিবসে তিনি ছুটি দেখিয়ে বিএনপি পন্থী শিক্ষককে দায়িত্ব দেন অনুষ্ঠান পরিচালনার। তিনিও অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ না করে সভার কাজ শেষ করেন।

এ নিয়ে ফুসে ওঠে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা ওই স্লোগান কেন বলা হল না এ নিয়ে অধ্যক্ষের কাছে ওই শিক্ষকের বিচার দাবি করে। কিন্তু অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতিয়ার রহমান শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে নিরাপরাধ শিক্ষক কামাল হোসেনকে দোষী করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

এ ব্যাপারে ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক বলেন, বিচার না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে কলেজ ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থী। বিচার দাবির এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ না নেয়ায় ২৪ মার্চ সকালে ছাত্রলীগ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। 

এ বিষয়ে রোটিন মাফিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, অধ্যক্ষ বিশেষ কাজে ঢাকায় থাকায় আমি দায়িত্ব পালন করছি। ছাত্ররা কক্ষে তালা লাগিয়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি ,জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলা শিক্ষকের যদি বিচার করতো অধ্যক্ষ- তাহলে আজকে এ পরিস্থিতি সৃষ্টি হত না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫