• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১৩

২৫ মার্চ ২০২৪ সকাল ০৭:৪২:২৮

জয়পুরহাটে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১৩

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার দুটি গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

২৪ মার্চ রোববার বিকেলে জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর ও আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে কয়েকটি শিয়াল আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর ও ক্ষেতলাল উপজেলার  মহব্বতপুর গ্রামের কয়েকটি বাড়িতে প্রবেশ করে লোকজনকে কামড় দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছে। এ ঘটনায় শিয়াল আতঙ্কে পড়েছে ওই গ্রামের মানুষরা।

আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ইসমাইলপুর গঙ্গাপ্রসাদ গ্রামের মামুন হোসেনের স্ত্রী চুমকি বেগম জানান, আছরের নামাজের পর বাড়িতে একটি শিয়াল প্রবেশ করে তাকে কামড়ানোর পর তার দুই শিশু সন্তানকে কামড় দিয়ে গুরুতর আহত করে। শুধু তার পরিবারের লোকজনকেই নয়, ওই গ্রামে আরও অনেক কয়েক জনকে কামড় ‍দিয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী তাহেরা বেগম জানান, তিনি বিকালে মাঠে গরুর খাবারের ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ করে একটি শিয়াল এসে তাকে কামড় দিয়ে আহত করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫