• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কৃষি

চরফ্যাশনে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

২ মার্চ ২০২৩ দুপুর ০২:৫৭:২১

চরফ্যাশনে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

মেহেদী হান্নান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বেড়েছে গমের আবাদ। আগে এই উপজেলাতে ব্যাপক পরিমাণে গমের চাষ হলেও পরে ব্লাস্ট রোগের কারণে কৃষকরা গম চাষ থেকে বিরত থাকেন। এ বছর চরফ্যাশন উপজেলার চাষিরা আবার গম চাষে আগ্রহী হয়েছেন। চলতি বছর কৃষি বিভাগে লক্ষ্যমাত্রা থেকে বেশি জমিতে গমের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণের মতে, আগে কৃষকরা ব্যাপকভাবে গমের চাষ করতেন। গমে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে কৃষকরা ক্ষতিগ্রস্থ হলে চাষ কমে যায়। তারপর ২০২২ সাল থেকে আবার গম চাষের প্রতি কৃষকরা ঝুঁকতে থাকেন। চলতি বছর উপজেলায় ২৪৮০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও এখন ৩০২৫ হেক্টর জমিতে গম চাষ করা হচ্ছে। ক্রমাগত চাষের জমির সংখ্যাও বাড়ছে।

উপজেলার বিভিন্ন গ্রামের গম চাষিরা জানান, আগে গম চাষের খরচ বেশি ছিল, বাজারে গমের দামও কম থাকতো। এছাড়াও গাছের বিভিন্ন রোগের কারণে ফলন নষ্ট হতো। তাই গম চাষ কমে যায়। এখন অন্যান্য ফসলের তুলনায় গম চাষে লাভবান হওয়া যায়। আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে। বাজারদর ভালো থাকলে লাভবান হতে পারবে।

চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক কৃষিবিদ ওমর ফারুক এশিয়ান টিভি অনলাইনকে বলেন, কৃষকদেরকে উচ্চ ফলনশীল বারি-৩৩ জাতের গম চাষ করার পরামর্শ দিচ্ছি। কৃষকরা এ জাতের গম চাষ করে লাভবান হচ্ছে। আগের তুলনায় এখন গমের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ফলন দুটোই বৃদ্ধি পেয়েছে। উপজেলা থেকে কৃষকদেরকে গম চাষের পরামর্শ ও সহযোগিতা করছি। আশা করছি, কৃষকরা বাম্পার ফলনের পাশাপাশি ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫