• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৮:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৮:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

ঠাকুরগাঁওয়ে মজুরির কম দেয়া নিয়ে বাগবিতণ্ডা, দিনমজুরকে গলাটিপে হত্যা

২ মার্চ ২০২৩ বিকাল ০৩:১০:১৮

ঠাকুরগাঁওয়ে মজুরির কম দেয়া নিয়ে বাগবিতণ্ডা,  দিনমজুরকে গলাটিপে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উপজেলায় দিন মজুরির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জয়নুদ্দিন নামের এক দিনমজুরকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। ১ মার্চ বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জয়নুদ্দিন পীরগঞ্জ উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামের মৃত আবু সায়েদের ছেলে।

পুলিশ জানান, চন্দরিয়া হাজীপাড়া গ্রামের দিনমজুর জয়নুদ্দিন কয়েক দিন আগে একই এলাকার ফরহাদ হোসেনের সরিষাক্ষেতে কাজ করেন। কয়েক দিন কাজ করার পর মালিক ফরহাদের কাছে মজুরির ১ হাজার দুইশো টাকা বকেয়া পান। বুধবার সন্ধ্যায় বৃদ্ধিগাঁও বাজারে ফরহাদের কাছে সেই মজুরির বকেয়া পাওনা টাকা চান জয়নুদ্দিন। কিন্তু দুইশো টাকা কম দেয়া নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফরহাদের ছেলে কামরুজ্জামান উত্তেজিত হয়ে জয়নুদ্দিনকে মারধর ও গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয় নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃদ্ধিগাঁও বাজারে একজনকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। জয়নুদ্দিনের ছেলে মাজেদুর রহমান বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত চলছে। দ্রুত গ্রেফতার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫