কুমিল্লা প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর বলেছেন, ‘সবার আরো ভালো ও একটি উন্নত জীবন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছেন। এ ব্যবস্থার লক্ষ্য হলো দেশের ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের এর আওতায় নিয়ে আসা।’
২৪ মার্চ রোববার বিকেলে মুরাদনগর সদর ইউপি অফিসে উপস্থিত থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডক্টর কিশোর আলম বলেন, প্রধানমন্ত্রী পেনশন স্কিম চালু করেছেন, যাতে দেশের প্রতিটি মানুষ উন্নত জীবন যাপন করতে পারে।
তিনি বলেন, ‘আগামী দিনেও আমার ও আমার নেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অব্যাহত রাখার জন্য মুরাদনগরসহ দেশের জনগণকে অনুরোধ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র লক্ষ্য ছিল দেশবাসীকে একটি উন্নত জীবন উপহার দেয়া, যার জন্য তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আমরা স্বাধীনতার মাসে সর্বজনীন পেনশন ব্যবস্থার আলোচনা করছি। জনগণকে একটি সুন্দর ও উন্নত জীবন দেয়ার এ প্রচেষ্টা দেখে জাতির পিতা এবং বঙ্গমাতার আত্মা শান্তি পাবে।’
জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করায় আগামী দিনেও আওয়ামী লীগের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে ডক্টর কিশোর বলেন, ‘আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার চালিকাশক্তি। আগামী দিনেও শেখ হাসিনার প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অব্যাহত রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।’
সর্বজনীন পেনশন স্কিমের মূল লক্ষ্য দেশের ১৮ বছরের বেশি বয়সী সবাইকে এর আওতায় আনা এবং তারা তাদের ৬০ বছর বয়স হওয়ার পরে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। পেনশন ব্যবস্থার বয়সসীমা প্রাথমিকভাবে ৫০ বছর নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পরে তা সংশোধন করা হয়। ৫০ বছরের বেশি বয়সীরাও টানা ১০ বছর ধরে কিস্তি পরিশোধের পরে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available