সিলেট প্রতিনিধি: ফুটপাত দখলমুক্ত করতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
২৫ মার্চ সোমবার প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
নগরীর নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী রাখাসহ ফুটপাত দখল করে ওয়ার্কশপ ও রেস্তোরাঁ দোকান উচ্ছেদ করে আভিযানিক দল। এসময় নগদ ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করে পথচারি হাটাচলার ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় অভিযান করে সিসিক কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন দোকান উচ্ছেদ ও ফুটপাত দখল করা ব্যবসায়ীদের জরিমান আদায় করা হয়েছে।
এসময় সিলেট মহানগর পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available