• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গণহত্যা দিবসের নির্দেশনা অমান্য করে আলোকসজ্জা

২৬ মার্চ ২০২৪ সকাল ১০:১৪:২৬

গণহত্যা দিবসের নির্দেশনা অমান্য করে আলোকসজ্জা

মানিকগঞ্জ প্রতিনিধি: আজ ২৫ মার্চ। জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিন শেষে বাঙালি জাতির জীবনে ভয়াবহ কালরাত নেমে এসেছিলো। তৎকালীন পাকিস্তানি বর্বর বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পরেছিলো। 'অপারেশন সার্চলাইট' নামের অপারেশনের মাধ্যমে নির্বিচারে মানুষ হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

প্রতিবছর এ দিনটি বাঙালি জাতিকে মনে করিয়ে দেয় ১৯৭১ সালের সেই ভয়াবহতাকে। কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের রক্তের শপথ প্রতিটি মানুষের মনে তৈরি করে নতুন প্রত্যয়ে স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনে কাজ করার। তাই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এছাড়া দিবসটিতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন, স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয় না।

তবে মানিকগঞ্জ জেলায় শহরে দেখা গেলো ভিন্ন চিত্র। সোমবার রাত সাড়ে আটটা থেকে রাত ১০টা পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভায় অবস্থিত বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপার মার্কেট, নবীন বিপনি, পৌর সুপার মার্কেট, ছবেত মার্কেট, শহীদ রফিক সড়কের এপেক্স গ্যালারি, পুরান পৌরসভার খালি জায়গায় আনন্দ বাজার, তৃপ্তি প্লাজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জ্বলছে বাহারি রংয়ের আলোকবাতি। শহরের  বাসস্ট্যান্ড এলাকা থেকে খালপাড় সড়কের বিভাজকেও  জ্বলছে বর্ণিল আলোক বাতি।

এ বিষয়ে সরকারি নির্দেশনা হলো গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন স্থাপনাসমূহে আলোকসজ্জা কোনক্রমেই ২৫ মার্চ ২০২৪ তারিখ করা যাবে না। ২৬ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

তবে মানিকগঞ্জে বিভিন্ন স্থানে দেখা গেলো ভিন্ন চিত্র। সোমবার রাত সাড়ে সাতটা  থেকে রাত ১১ টা পর্যন্ত  মানিকগঞ্জের বাসস্ট্যান্ড, শহিদ রফিক সড়ক, বেউথা এলাকার ঘুরে দেখা যায় এ সকল এলাকার বিভিন্ন বিপণিবিতান, রেস্টুরেন্ট, বেসকারি হাসপাতালে  বাহারি রংয়ের আলোকবাতি।

রাত ১২টার দিকে মানিকগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ এবং খুদেবার্তা পাঠালে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাত সারে ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন এশিয়ান টিভিকে জানান,'জেলার পুলিশ প্রশাসনের সমস্ত স্থাপনা আলোকসজ্জা বন্ধ রয়েছে। এছাড়াও আলোকসজ্জা বন্ধে আইনগত কোন সহযোগিতা প্রয়োজন হলে আমি অবশ্যই সহযোগিতা করব'।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০