পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
পলাশ থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসটির প্রথম প্রহরে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে স্থাপিত স্মৃতিসৌধে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ।
একে একে মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উওোলন, প্যারেড, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
এদিকে দুপুরে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available