লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: প্রত্যন্ত দুর্গম রাঙ্গামাটির লংগদু উপজেলার দুঃস্থ-অসহায় মানুষদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ও আর্থিক অবস্থার কথা চিন্তা করে মানবতার সেবায় এগিয়ে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
২৬ মার্চ মঙ্গলবার সকালে লংগদু জোনে দুঃস্থ অসহায় এক মায়ের ঘর নির্মাণের জন্য তিন বান টিন এবং অসুস্থ দুজনকে চিকিৎসা বাবদ নগদ অর্থ ও বইয়ের জন্য পড়া লেখা করতে পারছে না এমন একজন পাহাড়ী শিক্ষার্থীকে বই হাতে তুলে দেন লংগদু জোনের জোন অধিনায় লে. কর্নেল হিমেল মিয়া।
এছাড়াও কর্মসংস্থানের জন্য ২ জন অসহায় গৃহবধূর হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান এসব বিষয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।
সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন মহান মানবিক কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available