• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এমপি তাজুল ইসলাম

২৬ মার্চ ২০২৪ রাত ০৮:১০:০৫

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এমপি তাজুল ইসলাম

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালে আমরা এই দিনে স্বাধীনতা অর্জন করেছিলাম সত্যি। কিন্তু ঘাতকরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর থেকে স্যাটেলাইট, পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলসহ দেশের অবকাঠামোর উন্নয়ন হয়েছে তার নেতৃত্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নের জন্য যে পথ দেখিয়েছিল সেই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যেতে আসুন আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার শপথ করি স্বাধীনতার এই দিনে।

২৬ মার্চ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী জাদীদ আল রহমান জনি প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে তাদের মাঝে লুঙ্গি ও শাড়ি উপহার সামগ্রী হিসেবে প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫