স্টাফ রিপোর্টার, নাটোর: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে নাটোরে জনতা ব্যাংক পিএলসি’র উদ্যোগে সাড়ে ৪০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) প্রদান করা হয়েছে।
২৭ মার্চ বুধবার সকাল সাড়ে দশটার দিকে শহরের বড় হরিশপুর এলাকায় এই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জনতা ব্যাংক পিএলসি পরিচালনা পরিষদের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ।
বিশেষ অতিথি ছিলেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, জনতা ব্যাংক নাটোরের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক সফিকুর রহমান, সহকারী ব্যবস্থাপক আব্দুল হালিম ও সহকারী ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন জনতা ব্যাংক পিএলসি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক অরুণ প্রকাশ বিশ্বাস।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অজিত কুমার পাল বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল, বর্তমান জনকল্যাণমুখী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত সমস্যার মাঝেও দক্ষতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জনতা ব্যাংক পিএলসি নাটোরের এই উদ্যোগ ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে বলে আমরা বিশ্বাস করি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available