জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আবব্দুল ওয়াদুদ (৪৫) নামের এক মাদরাসা শিক্ষক মারা গেছেন। ২৫ মার্চ সোমবার বিকেলে উপজেলার কালীগঞ্জ নামক এলাকায় জগন্নাথপুর-সিলেট আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াদুদ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদরাসার ইবতেদায়ি বিভাগের প্রধানের দায়ীত্বে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ২৫ মার্চ সোমবার শিক্ষক আবদুল ওয়াদুদ কাজে সিলেট যান। ওইদিন বিকেলে কাজ শেষ সিলেট থেকে সিএনজিযোগে (অটোরিকশা) নিজ বাড়ি জগন্নাথপুরে ফিরছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ নামক এলাকায় একটি সিএনজিকে (অটোরিকশা) সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা গাছে আঘাত লাগে। এতে শিক্ষক মাথায় প্রচন্ড আঘাত পান। এ সময় পথচারীদের সহযোগিতায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদরাসার অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা ওই শিক্ষক বিগত ২৫ বছর যাবত ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছেন।
জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available