মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) : রাঙ্গামাটির লংগদুতে ঐতিহ্যবাহী তিনটিলা বন বিহারে ১২তম মহাসংঘদান, কল্পতরু দান, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, ধর্মস্কন্ধ পূজা, চুরাশি হাজার প্রদীপ প্রজ্জ্বলনসহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ শুক্রবার সকাল নয়টায় লংগদু তিনটিলা বনবিহারে এসব অনুষ্ঠান পালিত হয়।
দেব মনুষ্য তথা সকল প্রাণির হিতসুখ ও মঙ্গলার্থে সদ্ধর্মের শাসন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও উন্নতির লক্ষ্যে প্রত্যেক বৎসরের ন্যায় এ বৎসরও লংগদু তিনটিলা বৌদ্ধ বনবিহার মাঠ প্রাঙ্গণে এসব ধর্মীয় অনুষ্ঠান পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
এসময় উপস্থিত ছিলেন প্রশান্তি অরুন্য কুঠির বামে আটারকছড়া লংগদুর শুভপ্রিয় ছবির অধ্যক্ষ আর্যবোধি মহাস্থবির, ক্ষান্তিপুর অরুন্য কুঠির গরগচ্ছাছড়ি খাগড়াছড়ির অধ্যক্ষ সংঘসার মহাস্থবিরসহ বিভিন্ন বিহারের ভান্তেগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available